চাঁদে হাঁটার অভিজ্ঞতা দেবে জুতা - ভিডিও

Rate this item
(1 Vote)

চাঁদে হাঁটার ভিডিওতে দেখা যায় নভোচারীরা লাফিয়ে লাফিয়ে হাঁটছেন। আসলে নভোচারীরা স্বাভাবিকভাবেই হাঁটেন কিন্তু চাঁদের মাধ্যাকর্ষণ বল পৃথিবীর চেয়ে কম হওয়ায় মানুষে এক পদক্ষেপেই লাফানোর মতো দূরত্বে যেতে পারে। এবার পৃথিবীতেও এভাবে হাঁটা সম্ভব বলে জানিয়েছেন গবেষকরা।
যুক্তরাষ্ট্রের গবেষকরা এমন এক জুতার কথা জানিয়েছেন যা পরে চাঁদে লাফিয়ে হাঁটার মতোই অভিজ্ঞতা পাওয়া যাবে। এখনো গবেষণাধীন জুতাটির নাম দেওয়া হয়েছে ‘২০:১৬ মুনওয়াকার’। নামই এর পরিচয় বলে দেয়। এটি তৈরিতে ব্যবহার হয়েছে শক্তিশালী চুম্বক যা মানুষের শরীরকে বেশ হালকা করে দেয়।
এনডিটিভি জানিয়েছে, মুনওয়াকারের নকশা করেছেন মার্কিন প্রকৌশলী প্যাট্রিক জেরিজিরি। তিনি বলেন, এন৪৫ নিওডায়নামিয়াম চুম্বক ব্যবহার করা হয়েছে। এন৪০, ৪২ ও ৪৫ চুম্বকের শক্তির মাত্রা এগুলো তৈরির উপাদানের ওপর নির্ভর করে। সাধারণভাবে এসব চুম্বক তৈরিতে নিউডাইমিয়াম, লোহা, বোরন ব্যবহার হয়। আর উপাদানের কারণে এন৪৫ই সবচেয়ে সস্তা।

জানা গেছে, মুনওয়াকার জুতার তলায় ১২-১৩টি চুম্বক একপাশ করে লাগানো হয়। তলার অপর স্তরে আরো ১২-১৩টি চুম্বক লাগানো হয়। ‌এসব চুম্বকের ব্যাস হয় আড়াই থেকে পাঁচ সেন্টিমিটার। প্রতিটি পাঁচ সেন্টিমিটার চুম্বক ১২ কেজি পর্যন্ত ওজন সরাতে সক্ষম। আর আড়াই সেন্টিমিটার চুম্বক ২৪ কেজি পর্যন্ত ওজন সরাতে পারে।
প্রকৌশলী প্যাট্রিক জেরিজিরি বলেন, মুনওয়াকার জুতা পড়লে মনে হবে শরীরের ওজন কমে গেছে। নিজেকে অনেক হালকা মনে হবে তাঁর। পা ফেলে সামনে আগাতে গেলে অনেক দূরে সরে যাবে সে।
গবেষকরা বলেন, ১৮৩ কেজি বা এর কম ওজনের মানুষ মুনওয়াকার পরে চাঁদে হাঁটার স্বাদ পাবেন। ওজন এর বেশি হলে চুম্বকশক্তির বাধাকে হারিয়ে দেবে মাধ্যাকর্ষণ বল।

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!
Last modified on Sunday, 14 February 2016 18:05

Latest from Super User

Scroll to Top