বৃষ্টির থেকে বাঁচাবে প্রযুক্তির ছাতা - ভিডিও

Rate this item
(2 votes)

চলছে বর্ষার মৌসুম। সারাদিন থেমে থেমে বৃষ্টি। তাই বলে ঘরের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকলেও তো আর দিন চলবে না। এ কারণে এই বৃষ্টির মধ্যেও মানুষকে ঘর থেকে বাইরে বের হতে হচ্ছে। এক্ষেত্রে বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে প্রায় সবাই ব্যবহার করছেন ছাতা। তবে এই ছাতা ব্যবহারেও কম ঝঞ্জাট পোহাতে হয় না। ছাতা খোলা এবং বন্ধের সময় প্রায়ই বেশ ঝামেলার সম্মুখীন হতে হয়। ছাতায় থাকা বৃষ্টির পানিও অনেক সময় ভিজিয়ে ফেলে ঘর।

মানুষের এইসব ঝঞ্ছাট থেকে মুক্তি দিতে নতুন এক ধরণের ছাতা তৈরি করলেন সাইপ্রাসের এক প্রকৌশলী। জেনান নামের ওই প্রকৌশলী নতুন প্রযুক্তির এই ছাতাটির নাম দিয়েছেন কাজব্রেলা (KAZbrella)। বৃষ্টির জন্য পুরোনো ছাতায় যেসকল ভোগান্তি পোহাতে হতো এই কাজব্রেলা তার সব সমস্যার সমাধান করতে সক্ষম বলে বিশ্বাস করেন তিনি। অভিনব এ ছাতাটি উল্টো করে বন্ধ করা যায়। সুতরাং ছাতাটি খোলা বা বন্ধ করতে হলে আগের মত আর গাড়ি থেকে নামতে হবে না। এছাড়া উল্টো করে বন্ধ করার সুযোগ থাকায় পানিও জমে থাকে ছাতার ভেতরেই। ফলে কোথাও গেলে আপনাকে আর ভেজা ছাতার জন্য বিড়ম্বনা পোহাতে হয় না।

ছাতাটা কিভাবে কাজ করে তা নিচের ভিডিওতে দেখুন।

ভিডিও দেখতে ক্লিক করুন

0 awesome comments!
Last modified on Thursday, 02 July 2015 20:20

Latest from Super User

Scroll to Top