এখন ফেসবুক-টুইটারেও টাকা পাঠানো যাবে!

Rate this item
(4 votes)

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কি ধীরে ধীরে ব্যবহারকারীদের জন্য ছোটখাটো ব্যাংকিংয়ের ক্ষেত্রে পরিণত হতে যাচ্ছে! ভবিষ্যৎ যা-ই হোক হালে এশিয়া থেকে ইউরোপ—সবখানেই এমন লক্ষণ চোখে পড়ছে। ভারতের বেসরকারি আর্থিক সংস্থা কটক মাহিন্দ্র ব্যাংক (কেএমবি) ফেসবুকভিত্তিক ‘ইন্সট্যান্ট ফান্ড ট্রান্সফার’ বা তাৎক্ষণিক টাকা লেনদেন সেবা চালু করছে। আর ফরাসি ব্যাংকিং গ্রুপ বিপিসিই টুইটারের সঙ্গে জোট বাঁধছে টুইটের মাধ্যমে টাকা লেনদেনের জন্য।

ভারতের কেএমবির সেবায় ফেসবুক ব্যবহারকারীরা তাৎক্ষণিকভাবেই ফেসবুকের মাধ্যমে যেকোনো ফেসবুক বন্ধুর কাছে টাকা পাঠাতে পারবেন এবং বিনা মূল্যেই এই সেবা গ্রহণ করা যাবে! কটক মাহিন্দ্র ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ডিজিটাল ইনিশিয়েটিভসের প্রধান দীপক শর্মা বলেন, ‘এটা এমন একটা সেবা যা ব্যাংকিংয়ে অবিশ্বাসীদের জন্য! টাকা প্রেরক বা গ্রাহক এর কেউ আমাদের অ্যাকাউন্টধারী নাও হতে পারেন। আমরা ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস (আইএমপিএস) ব্যবহার করে ন্যাশনাল পেমেন্ট করপোরেশন অব ইন্ডিয়ার নেটওয়ার্কের সাহায্যে এই সেবা দেব।’

দীপক শর্মা জানিয়েছেন, তাঁদের এই সেবা পেতে হলে এমন একজন ফেসবুক ব্যবহারকারীকে ‘কে পে’র জন্য নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য ফেসবুক ব্যবহারকারীকে কিছু ব্যক্তিগত তথ্যসহ তাঁর ব্যাংক অ্যাকাউন্ট তথ্য এবং তাঁর ব্যাংকের ‘মোবাইল মানি আইডেন্টিফিকেশন নম্বর’ (এমএমআইডি) দিতে হবে। নাম নিবন্ধন হয়ে গেলেই ফেসবুকের মাধ্যমে এই সেবা গ্রহণ করা যাবে।

কেএমবির এই কর্মকর্তা দাবি করেছেন, ফেসবুকের মাধ্যমে এই টাকা লেনদেনের সেবা সম্পূর্ণ নিরাপদ। এই সেবা গ্রহণ করতে হলে টাকার প্রাপককে দুই স্তরে নিজের পরিচয় নিশ্চিত করতে হবে। এ ছাড়া এই সেবার মাধ্যমে লেনদেনের কোনো নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দেবে না—অর্থাৎ, প্রেরক আজ টাকা পাঠালেও তা পরবর্তী যেকোনো সময়ই গ্রহণ করতে পারবেন প্রাপক।

বর্তমানে ভারতের বহুজাতিক আর্থিক প্রতিষ্ঠান আইসিআইসিআই ব্যাংক তাদের অ্যাকাউন্টধারীদের জন্য ফেসবুকের মাধ্যমে টাকা লেনদেনের সুযোগ দিচ্ছে। ভারতের ইমিডিয়েট পেমেন্ট সার্ভিস প্লাটফর্মটিতে ২৮টি ব্যাংক সক্রিয় রয়েছে। ওই ২৮টি ব্যাংকের যেকোনো অ্যাকাউন্টধারী কেএমবির সেবা গ্রহণ করে ফেসবুকে টাকা লেনদেন করতে পারবেন। কেএমবি তাদের এই সেবার নাম দিয়েছে ‘কে পে’।

0 awesome comments!
Last modified on Saturday, 24 January 2015 12:33

Latest from Super User

Scroll to Top