ক্যামেরায় ধরা পড়েছে শাপভ্রষ্ট লুসিফর

Rate this item
(1 Vote)
আমেরিকার আরিজোনা অঙ্গরাজ্যের এক ব্যক্তি গত রবিবার সামাজিক যোগাযোগের সাইটে একটি ছবি পোস্ট করেন। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির নাম রিচার্ড ক্রিস্টিয়ানসন। তার পোস্ট করা ছবি নিয়েই খবর প্রকাশ করেছে দ্য ইন্ডিপেনডেন্ট।

রিচার্ডের পোস্ট করা ওই ছবিতে, নির্জন রাজপথে একটি ব্যতিক্রমধর্মী প্রাণীকে দেখা যাচ্ছে। মানুষের আকৃতি হলেও তার বাদুরের মতো দুটি পাখা আছে। প্রানীটির আকৃতিও বিশাল।

ধর্মগ্রন্থ বাইবেলে লুসিফর নামে একটি জীবের কথা বর্ণনা করা হয়েছে। শাপভ্রষ্ট লুসিফর হল অন্ধকারের প্রতীক, শয়তানের পূজারি। ছবির ওই প্রাণীটি দেখতে লুসিফরের মতোই। সেজন্যই এত হইচই। তবে এ নিয়ে রিচার্ডের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ছবিটি ভাইরাল হতে থাকায় তিনি নিজের অ্যাকাউন্ট থেকে ছবিটি মুছে দিয়েছেন।
0 awesome comments!
Scroll to Top