জন্মদিনে অনলাইনে 'আমন্ত্রণের ভিডিও' সোশাল মিডিয়ায় ভাইরাল

Rate this item
(1 Vote)
মেক্সিকোর এক কিশোরীর বাবা তার মেয়ের জন্মদিনে সবাইকে আসার আমন্ত্রণ জানিয়েছেন অনলাইনে। যা সোশাল মিডিয়ায় এখন ভাইরাল হয়ে গেছে। ওই কিশোরীর জন্মদিন অনুষ্ঠান হয়েছে ২৬ ডিসেম্বর এবং তাতে অংশ নিতে জড়ো হয় হাজারো মানুষ।

জানা যায়, রুবি ইবারা গার্সিয়া নামের ওই কিশোরীর ১৫তম জন্মদিন অনুষ্ঠান করেছেন তার বাবা-মা। দেশটির সান লুইস পটোসি রাজ্যে লা জোয়া নামক এলাকার একটি মাঠে রুবির জন্মদিনের অনুষ্ঠানটি করা হয়, সেখানে ব্যাপক পুলিশও মোতায়েন করে স্থানীয় কর্তৃপক্ষ। কারণ এই অনুষ্ঠানে আসার আগ্রহ দেখিয়েছিল প্রায় ১২ লাখ মানুষ! মেক্সিকোতে কোনো মেয়ের ১৫তম জন্মোৎসব পালন ঐতিহ্যের একটি অংশ যেটি সেই অঞ্চলে কুইনসেয়ানারা নামে পরিচিত। মেক্সিকোতে এই বয়সটাকে মনে করা হয় একটি মেয়ে শৈশবকাল থেকে যৌবনকাল বা প্রাপ্তবয়স্ক জীবনে প্রবেশ করল এবং এ সময়টাকে বড় অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।

রুবি গার্সিয়ার অভিভাবকও তেমনটি চেয়েছিলেন। এ মাসের শুরুতে একটি ভিডিও অনলাইনে পোস্ট করেন রুবির বাবা ক্রেসেনসিও ইবারা, সেখানে তিনি বলেন যে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত! অনুষ্ঠানে থাকবে স্থানীয় ব্যান্ড, এক বেলার খাবার আর ঘোড়ার রেসের আয়োজন। ওই ভিডিওতে দেখা যায় ক্রেসেনসিও তার মেয়ে রুবি ও স্ত্রী অ্যানাল্ডা গার্সিয়াকে নিয়ে দাড়িয়ে ২৬ ডিসেম্বরে মেয়ের জন্মদিনের দাওয়াত দিচ্ছেন। ঘোড়ার রেসের জয়ীর জন্য পুরস্কারও ঘোষণা করেন তিনি। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে মি. ইবারা বলেন যে কেবলমাত্র প্রতিবেশী ও বন্ধুদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ওই ভিডিওটি তিনি পোস্ট করেছিলেন। কিন্তু ফেসবুকে ভিডিওর প্রাইভেসি পাবলিক থাকায় বিপত্তি বাধে। ভিডিওটি যে এভাবে ছড়িয়ে পড়বে তা তার চিন্তাতেও আসেনি।

তার মেয়ের জন্মদিনের দাওয়াতের ওই ভিডিওটি কখন ভাইরাল হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি, কিন্তু এ ভিডিওটি প্রায় আট লাখ বার শেয়ার করা হয়েছে এবং জন্মদিন অনুষ্ঠানে যেতে আগ্রহী মানুষের সংখ্যা দাড়িয়েছিল ১২ লাখে।
0 awesome comments!
Scroll to Top