মৃত্যু যেখানে নিষিদ্ধ

Rate this item
(1 Vote)
শিরোনাম দেখেই চমকে উঠলেন তো? পৃথিবীর নিষিদ্ধ জিনিসের তালিকাটা সত্যিই অদ্ভুত। তবে মৃত্যুর মত অবশ্যম্ভাবী বিষয়কেও যদি সেই তালিকার অন্তর্ভুক্ত করা হয়?

ফ্রান্সের একটি গ্রামে নাকি কোনোভাবেই মৃত্যুকে বরদাস্ত করা হয় না। মৃত্যুর কোলে ঢোলে পড়ার সময় এলে ওই ব্যক্তিকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। যা ইচ্ছা করা যাবে কিন্তু এই গ্রাম মৃত্যুবরণ করতে পারবে না কেউ।

কিন্তু এর কারণটা কি? আসলে ওই গ্রামে কোনো কবরখানা বা সমাধিস্থ করার জায়গা নেই। একবার গ্রামটিতে একসঙ্গে অনেক লোক মারা যায়। তখন অনেকখানি জায়গাজুড়ে তৈরি করতে হয় সমাধিক্ষেত্র।

ধীরে ধীরে জনসংখ্যা বাড়তে থাকে। নতুন করে কাউকে সমাধিস্থ করার জায়গা রইলো না। তাই মৃত্যুর আশঙ্কা থাকা মানুষকে পাঠিয়ে দেওয়া হয় পাশের গ্রামে।
0 awesome comments!
Scroll to Top