ডেটিংয়ে বাধা দেয়ায় চাকরিচ্যুত

Rate this item
(2 votes)

শ্রীলংকার এক দম্পতি দেশটির রাজধানী কলম্বোর ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে রোমান্স করার সাধ জেগেছিল। তবে তাদেরকে তা করার অনুমতি দেননি নিরাপত্তা প্রধান। এজন্য তাকে যে পরিণতি বহন করতে হয় তা বেশ হতাশার। দম্পতিকে রোমান্স করতে বাঁধা দেয়ায় তাকে বরখাস্ত করা হলো!  এক প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ছিল ছুটির দিন। এ উপলক্ষ্যে ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে একটু অন্তরঙ্গ সময় কাটাতে এসেছিলেন এক প্রেমিক জুটি। এখানে এসে যেই মাত্র প্রেমিক-প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরেন; তাতে এসে বাগড়া বাধান নিরাপত্তাকর্মীরা। প্রেমিক যুগলকে তারা স্পষ্ট করে বলে দেন, 'এই স্থান শুধু বিবাহিতদের জন্য।

এ স্থান প্রেমিক-প্রেমিকাদের মাস্তি করার জন্য নয়। এ বলে তারা জোর করে তাদের ওই স্থান ত্যাগ করতে বাধ্য করেন।' এতে ভীষণ বিরক্ত ও অসন্তুষ্ট হয়ে ওই জুটি পুরো ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করেন। পরে তা ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে। ঘটনাক্রমে বিষয়টা চোখ পড়ে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহেরও। পরে এ ঘটনার জন্য তিনি ইন্ডিপেন্ডেন্স স্কয়ারের নিরাপত্তা বিভাগের প্রধানকে বরখাস্ত করেন। 

0 awesome comments!
Scroll to Top