আপনার ডিএনএ খুঁজবে জীবনসঙ্গী!

Rate this item
(2 votes)

বিয়ে করার আগে কত বাদ বিচার তো হামেশাই হয়। নতুনত্ব কিছু নেই। বেশ কয়েক দশক আগে ঘটকেরা এই কাজটি সুষ্ঠুভাবে পালন করতে কত জুতার তলা ক্ষইয়ে ফেলেছেন তার ঠিক নেই! সে সব এখন ব্যাক ডেটেড। এখন আপনার ডিএনএ আপনার ঘটকের ভূমিকায়। জুতসই জীবনসঙ্গী খুঁজতে আর অন্য কারও উপর ভরসা রাখতে হবে না।

সম্প্রতি ‘সিঙ্গলড্ আউট’ নামে একটি ডেটিং সাইট এমনটাই করতে চলেছে। কিন্তু এই হ্যাপাটি সামলাতে সাইটটি ঠিক কী করবে? সাইটের সদস্যদের একটি করে ডিএনএ সংগ্রহ করার কিট বাড়িতেই পাঠিয়ে দেওয়া হবে। তাতে নমুনা সংগ্রহ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। সাইটের পার্নার সংস্থা ‘ইনস্ট্যান্ট কেমিস্ট্রি’ এই ডিএনএ পরীক্ষার কাজ করে তার ফল পাঠিয়ে দেবে সংস্থার কাছে। এবার ডিএনএ-র ফলাফল মিলিয়ে খুঁজে দেওয়া হবে দেওয়া হবে আপনার জীবনসঙ্গী।

সিঙ্গলড্ আউটের সহ-প্রতিষ্ঠাতা ইয়ানা বায়াদ জানান, মানবদেহের ডিএনএ-র মধ্যে তাদের চরিত্রের যাবতীয় খুঁটিনাটির হদিস লুকিয়ে রয়েছে। লিউকোসাইট অ্যান্টিজেন নামে একটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করবে মানুষের শরীর ও মনের গতি-প্রকৃতি। সেটাই একজনকে বিপরীত লিঙ্গের মানুষকে বুঝতে সাহায্য করে।

0 awesome comments!
Scroll to Top