গ্রামের নাম কিডনি গ্রাম

Rate this item
(1 Vote)

গ্রামটির নাম কিডনি গ্রাম। নেপালের প্রত্যন্ত এই গ্রামে গত কয়েক বছর ধরে বেশির ভাগ মানুষই একটা কিডনি নিয়ে বেঁচে আছেন। যুবা-বৃদ্ধ সকলেরই এক অবস্থা। অল্প কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে গ্রামটি।  জানা যায়, গ্রামের হতদরিদ্র অবস্থার সুযোগ নিতে হাজির হয় এক দল অসাধু ব্যবসায়ী। তারা গ্রামবাসীদের মোটা টাকার লোভ দেখিয়ে কিডনি বিক্রিতে উৎসাহী করে তোলে। লোভের ফাঁদে পা দিয়ে বসেন কয়েকজন। তারপর তেকেই শুরু হয় কিডনি বিক্রির হিড়িক। কিডনি বিক্রি করে কেউ পেয়েছেন লাখ টাকা, কেউ বা ৮০ হাজার।

টাকার অংকটা লাখ খানেকের মধ্যেই সীমাবদ্ধ। ক্রমে কিডনি বিক্রিটা নাকি এখন প্রায় রীতিতে বদলে গেয়েছে। যখনই টাকার দরকার হয় বাড়ির কোনো না কোনো সদস্য কিডনি বিক্রি করেন।

0 awesome comments!
Scroll to Top