২১৮ বছর লাগবে গেটসের সম্পত্তি শেষ করতে!

Rate this item
(1 Vote)

তিনি পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। পরিচয়ের জন্যে শুধুমাত্র তার নামটিই যথেষ্ট। আর কোনও বাড়তি পরিচয়ের প্রয়োজন নেই তার। তিনি হলেন বিল গেটস। কিন্তু ঠিক কোন মাপের ধনী তিনি? এ প্রশ্নের উত্তর দিতে হয় বিশাল ক্যালকুলেটর নিয়ে বসে পড়বেন অনেকে।

বিল গেটস যদি প্রতিদিন ১০ লাখ ডলারও যদি খরচ করেন, তাতেও তার পুরো অর্থভা-ার শেষ হতে লাগবে ২১৮ বছর! এ মুহূর্তে তার সম্পত্তির পরিমাণ সাত হাজার ৯০০ কোটি ডলার। অক্সফামের জরিপ প্রতিবেদনের বরাত দিয়ে এ খবর জানিয়েছে গার্ডিয়ান।

বিভিন্ন জায়গায় করা বিনিয়োগ থেকে প্রতিদিন যে লাভের অঙ্ক তার অর্থভা-ারে যোগ হয় তার পরিমাণও নেহায়েত কম নয়। প্রতিদিন কেবল সুদ থেকেই এক কোটি ১৫ লাখ মার্কিন ডলার আয় করেন বিল গেটস।

এই মুহূর্তে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি মেক্সিকোর কার্লোস সিøম। তিনিও যদি দৈনিক ১০ লাখ ডলার খরচ করেন, তাতেও তার অর্থভা-ার শেষ হতে সময় লাগবে ২২০ বছর। আর ওয়ারেন বাফেট যদি একই পরিমাণ অর্থ প্রতিদিন খরচ করেন, তাহলে তার অর্থসম্পদ শেষ হতে সময় লাগবে ১৬৯ বছর।

তবে এসব অদ্ভুত হিসাব নিকাশ কেবল বিলিয়নেয়ারদের জন্যই প্রযোজ্য। অক্সফাম জানিয়েছে, ২০০৯ সালের মার্চে বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ছিল ৭৯৩ জন। ২০১৪ সালে এ সংখ্যা এসে দাঁড়ায় ১ হাজার ৬৪৫ জনে। এই বিলিয়নেয়াররা তাদের মোট অর্থের ৫ দশমিক ৩ শতাংশ পরিমাণ প্রতিদিন সুদ হিসাবেই পান।

0 awesome comments!
Scroll to Top