কুমিরের সাথে লড়াই করে বেঁচে গেলো নারী

Rate this item
(1 Vote)

কুমিরের সাখে লড়াই করে বেঁচে ফিরেছেন এক ভারতীয় নারী। তবে ক্ষত সারাতে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। শুক্রবার ভারতের উড়িষ্যা রাজ্যে এ ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

শুক্রবার বাড়ির পাশের ছোট নদীটির তীরে বসে তৈজসপত্র ধুচ্ছিলেন ৩৭ বছরের ওই নারী। এসময় এক বিশাল আকারের এক কুমীর তাকে আক্রমণ করে বসে। এর আগে নদীতে তারা কখনো কুমীর দেখেননি বলে তিনি জানিয়েছেন। হঠাৎ করে কুমীরের আক্রমণে হকচকিয়ে যান সাবিত্রী সামাল নামের ওই নারী। কিন্তু তার সঙ্গে থাকা একটি এলুমনিয়ামের বল এবং খুন্তি দিয়ে তিনি নিজেকে রক্ষা করেন।

এ সম্পর্কে তিনি হাসপাতাল থেকে সংবাদ মাধ্যম এনডিটিভি’কে জানিয়েছেন,‘অলৌকিকভাবে আমি বেঁচি গেছি। জন্তুটি আমাকে কামড়ে ধরে পানিতে টেনে নিয়ে যায়। আমি তো নদীতে প্রায় ডুবেই যাচ্ছিলাম। তখন আমি হাতে থাকা খুন্তি দিয়ে ওর মাথায় আর চোখে আঘাত করি। কুমীরটি আমাকে আস্তে আস্তে ছেড়ে দেয়। এরপর আমি কোনো মতে তীরে ওঠে আসি।’

কুমীরের আঘাতে আহত ওই নারীর চিকিৎসার সমস্ত খরচ বহন করছে উড়িষ্যার বন বিভাগ। এছাড়া সাহসী এই কর্মকাণ্ডের জন্য সাবিত্রীকে পুরস্কৃত করারও সিদ্ধান্ত নিয়েছে তারা।

0 awesome comments!
Scroll to Top