বিয়ের আসরে বরের ১ মাসের কারাদণ্ড

Rate this item
(1 Vote)

অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করার সময় এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজা পাওয়া ওই যুবক অর্থাৎ বরের নাম জাহিদুল ইসলাম। বিয়ের আসরে এ ঘটনাটি ঘটে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রাব্বি এ সাজা দেন।

রবিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার তবারক আলীর বাড়ি থেকে বরকে আটক করে পুলিশ। জাহিদুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাঞ্চেশ্বরের দুল্লারপাড় গ্রামের নুর ইসলামের ছেলে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আলিম জানান, রবিবার রাতে বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রাব্বির নেতৃত্বে থানা পুলিশ কালীগঞ্জ উপজেলার মানিক বাজারের তবারক আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজী, মৌলভী ও কনেসহ কনের বাবা পালিয়ে যান। পরে বিয়ের আসর থেকে বর জাহিদুল ইসলামকে আটক করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল জানান, ভ্রাম্যমাণ আদালত বরকে একমাসের কারাদণ্ড দিয়েছেন। অাজ সোমবার সকালে দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হবে।

0 awesome comments!
Scroll to Top