সেতু তো নয়, যেন দুঃস্বপ্ন

Rate this item
(1 Vote)

সেতুটিকে দেখলে অনেকে রোলারকোস্টার ভেবে ভুল করেও ফেলতে পারেন। কারণ, একটা স্বাভাবিক সেতু তো এত খাঁড়া হতে পারে না। সেতুতে ওঠা অনেকটা মৃত্যুকে পাশের সিটে বসিয়ে রওনা হওয়ার মতোই। এটি জাপানের এশিমা ওহাশি সেতু। বিশ্বের তৃতীয় বৃহত্তম সেতু। এটা পার হওয়া চালকদের কাছে কার্যত দুঃস্বপ্ন।

এক ঝলকে দেখলে মনে হবে কোনও সুউচ্চ পাহাড়। ব্রিজের সামনে এসে অভিজ্ঞ চালকও একবার সৃষ্টিকর্তার নাম স্মরণ করে নেন। তারপর যাত্রাশুরু। রোলারকোস্টারে যেমন অনেকটা উঁচুতে উঠে তীব্র গতিবেগে নামতে হয়, জাপানের এশিমা ওহাশি ব্রিজ পার হওয়াও সেই রকমই এক অভিজ্ঞতা। প্রায় ২ কিলোমিটার উঁচুতে উঠে, তারপর নামার পালা।

জাপানের লেক নাকাওমির উপর তৈরি এই সেতু মাত্‍‌সু ও সাকাইমিনাতো শহরকে সংযোগ করেছে। দু'টি গুরুত্বপূর্ণ শহরের মধ্যে যোগাযোগ স্থাপন করার চালকদের বাধ্য হয়েও অনেক সময় এই দুঃস্বপ্ন পাড়ি দিতে হয়। আর সেতুটিতে যানবাহনের চাপও বেশি থাকে। তবে দুর্ঘটনার খবর কিন্তু খুব একটা শোনা যায় না এ সেতুতে।

ভিডিও লিঙ্ক: https://www.youtube.com/watch?v=6LAcnSkRrPA

0 awesome comments!
Scroll to Top