বিশ্বের সবচে' ফ্লেক্সিবল নারী

Rate this item
(4 votes)

বিশ্বের সবচে' ফ্লেক্সিবল নারীর নাম জুলিয়া গুনথেল। তিনি অবশ্য জলাটা নামেই বেশি পরিচিত। নিজেকে ভাঁজ করে একটি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারেন ৩১ বছর বয়সী এই নারী।

জুলিয়া গুনথেল ওরফে জলাটার জন্ম কাজাকাস্তান। তবে জীবনের বেশির ভাগ সময় তিনি জার্মানিতেই কাটিয়েছেন। তার বয়স যখন মাত্র ৪ বছর, তখন তার শরীরের বিস্ময়কর নমনীয়তা আবিষ্কার করেন স্কুলের শিক্ষিকা। ৮ বছর বয়সে সার্কাস স্কুলে যোগ দেন জলাটা। ১০ বছর বয়স থেকেই পেশাদার কনটর্শনিস্ট (বিভঙ্গবিনোদন) হয়ে ওঠেন জলাটা। সেই থেকে এখনও পর্যন্ত বিভঙ্গ বিনোদনই তার পেশা। তার শরীরের নমনীয়তা নিয়ে তৈরি হয়েছে ডিসকভারি টিভি সিরিজও। যেখানে একটি এমআরআই মেশিনে তাকে ঢুকিয়ে চিকিৎসকরা দেখছেন তার শরীরের লিগামেন্ট শিশুদের মতো নমনীয়।

পারফর্মিং আর্ট, মডেলিং, অভিনয়, ম্যাগাজিন শ্যুট করেন জলাটা। বিশ্বের বিভিন্ন প্রান্তে মঞ্চে পারফর্ম করেন তিনি। এর মধ্যেই বহু গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড। সবচে' কম সময়ে নিজের শরীরের বিভঙ্গের চাপে ৩টি বেলুন ফাটিয়ে বিশ্বরেকর্ড সৃষ্টি করেন জলাটা। অভিনয় করেছেন 'হোলি মোটরস' মুভিতে। আগামী দিনে অভিনয়কেই পেশা হিসেবে নিতে চান জলাটা।

0 awesome comments!
Scroll to Top