ভালবাসা দিবসে প্রেম প্রস্তাবে এগিয়ে মেয়েরা

Rate this item
(4 votes)

আগামী ১৪ ফেব্রুয়ারি 'ভালবাসা দিবস'। আর এ দিনটিকেই ব্রিটিশরা প্রেম নিবেদনের শ্রেষ্ঠ দিন হিসেবে বেছে নিয়েছেন। এরইমধ্যে নতুন প্রজন্ম দিনটিতে মনের মানুষকে ভালবাসার কথা জানাতে নানা পরিকল্পনা আটতে শুরু করেছেন। লন্ডনের একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।

এদিকে সমীক্ষা জানাচ্ছে, ভালবাসা দিবসে প্রেমের প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে মেয়েরাই এগিয়ে রয়েছে। প্রতি দশ জন নারীর মধ্যে ছয় জন ১৪ ফেব্রুয়ারিকে প্রেম নিবেদনের জন্য বেছে নিয়েছেন। পুরুষদের মধ্যে সংখ্যাটা দশ জনে চার।

নারীরা মনে করছেন এই দিনে রোম্যান্টিক পরিবেশে আহার করতে করতে প্রেম নিবেদন সবচেয়ে রোমাঞ্চকর। পুরুষদের মধ্যে বেশির ভাগ মনে করছেন এই দিনে বিবাহের প্রস্তাবে সবচেয়ে বেশি সাড়া মেলে।

সমীক্ষায় বলা হয়, প্রতিটি প্রেমযুগল নিজেরা নিজেদের পরিণয়ের জন্য আলদাভাবে ভাবেন। এক হাজার নমুনাপত্র দিয়ে করা সমীক্ষায় একটি নতুন ট্রেন্ড খুঁজে পেয়েছেন তারা। অধিকাংশক্ষেত্রে নারীরাই প্রেম নিবেদনের জন্য এগিয়ে।

পুরনো দিনের অনেক ধ্যান-ধারণাই একবিংশ শতকের যুব সমাজের পছন্দের নয়। প্রেমের লুডু খেলায় একবিংশ শতক জন্ম দিয়েছে নতুন ভাবনা। ছেলেদের হাঁটু গেড়ে প্রেম নিবেদন করার বিষয়টি এখন অনেক মেয়েরই পছন্দ নয়। ব্রিটিশ তরুণীরা পুরনো এই ট্রেন্ডটি ভাঙতে এবার ভালবাসা দিবসকে বেঁছে নিয়েছেন।

ছেলেরাও এ ধারণাটিকে ইতিবাচকভাবে নিয়েছেন। তারা জানিয়েছেন, সবকিছুতে যখন পরিবর্তন আসছে, শিক্ষা, কর্মক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছে। সেখানে প্রেম নিবেদনের ক্ষেত্রে তারা পিছিয়ে থাকবে কেন?

ধারনা করা হচ্ছে এবার ব্রিটেনে কয়েক লক্ষ যুবক-যুবতী, তরুণ-তরুণী প্রেমের জালে একে অপরকে বাঁধবেন। আর এসব প্রেমের সম্পর্কে মুখ্য ভূমিকায় থাকবেন নারীরাই।

0 awesome comments!
Scroll to Top