ক্যান্সার সেল খুঁজবে ব্রেসলেট!

Rate this item
(2 votes)

আপনি ক্যান্সারে আক্তান্ত কিনা তা পরীক্ষা করার জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়ার প্রয়োজন হবে না। কারণ এবার আপনার শরীরে ক্যান্সার আছে কিনা তা নির্ণয় করে দেবে ব্রেসলেট। সৌজন্য গুগল। গুগল তার সায়েন্স ল্যাবে এই ব্রেসলেট নিয়ে কাজ করছে। নয়া এই ব্রেসলেট আপনার শরীরে ক্যান্সারের জীবাণু আছে কিনা তা নির্ণয় করে দেবে। জানা গেছে, গুগলের সায়েন্স ল্যাবে ১০০ জন চিকিৎসক ও বিজ্ঞানী এই বিষয়ে কাজ করে চলেছেন।

কিভাবে কাজ করবে এই ব্রেসলেট:

প্রথমে আপনার শরীরে দেওয়া হবে একটি ন্যানোপারটিক্যাল যুক্ত পিল। এই ন্যানোপারটিক্যাল পিল আপনার শরীরের ক্যান্সার সেল গুলিতে খুঁজতে শুরু করবে। ন্যানোপারটিক্যাল পিল যদি আপনার শরীরে কোন ক্যান্সার সেল পাওয়ার সঙ্গে সঙ্গে আলো জ্বলে উঠবে আপনার হাতে লাগানো ব্রেসলেটে। তবে এই ব্রেসলেটটি আপাতত গুগলের ল্যাবে পরীক্ষামূলক পর্যায়ে আছে। কৃত্রিম হাতের উপর এই পরীক্ষা করা হচ্ছে। তবে গুগল যদি এই ব্রেসলেট নির্মাণে সফল হয় তাহলে যে তা বদলে দেবে চিকিৎসা বিজ্ঞানকে তা বলার অপেক্ষা রাখে না। 

0 awesome comments!
Scroll to Top