থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার

Rate this item
(1 Vote)

'অস্কারের বিদেশি ভাষা প্রতিযোগিতা বিভাগে আমার এ ছবি নিয়ে বিশেষ কিছু প্রত্যাশা করাটা হবে হাস্যকর। তবে ছবিটি সেখানে যাচ্ছে এটাই আমার জন্য বড় ব্যাপার'_ এমনটাই বললেন 'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রাজধানীর একটি হোটেলে অস্কার বাংলাদেশ কমিটির সভাপতি আবদুস সালাম এক সংবাদ সম্মেলনে জানান, ৮৩তম অস্কারে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি।

এ বছর প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাছাই পর্বে খিজির হায়াৎ খান পরিচালিত 'জাগো' ও খালিদ মাহমুদ মিঠুর 'গহীনে শব্দ' ছবিও জমা পড়েছিল। সংবাদ সম্মেলনে ছিলেন চলচ্চিত্র চিত্রগ্রাহক সংস্থার সভাপতি আবদুল লতিফ বাচ্চু, চলচ্চিত্র নির্মাতা শামীম আখতার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, ইমপ্রেস টেলিফিল্মের পরিচালক শাইখ সিরাজ প্রমুখ।


'থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার' ছবিতে উঠে এসেছে রক্ষণশীল সমাজে একা জীবনযাপন করতে গিয়ে নানা জটিল পরিস্থিতির মুখোমুখি হওয়া একটি মেয়ের সংগ্রাম।

0 awesome comments!
Scroll to Top